১৯৫২ হেঁটে হেঁটে ৬৪ বছরের পৌড়ত্ত্বে দাঁড়িয়ে আছে।
সাথে নিয়ে হেঁটেছে ভাষা,স্বাধীনতা ও গণতন্ত্র।
কখনো সচল কখনোবা খুঁড়েখুড়ে
সময়ের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ৫২'র চেতনা, বাহ্যিক অবয়বে।
মায়ের ভাষা, বাংলা ভাষা বড্ড ভালবাসি, চিৎকার করে বলি ভালবাসি!
মুখের বুলি! আদৌ কী ভালবাসি?
ওরা যে শিক্ষিত! এই বুঝি জাত যায়!
অফিস,আদালত,
ব্যাবসা-বাণিজ্য,
শিক্ষা,সংস্কৃতিতে,
চলছে বৃটিশ ভাষার আধিপত্য।
মুখে বলছি, প্রতি ফেব্রুয়ারিতে অনর্গল
বলতেই থাকি....
একুশ-আমাদের চেতনার উত্তরীয়
একুশ দিয়েছে ভাষার প্রতিষ্ঠা
একুশ বুনেছে স্বাধীনতার বীজ।
"মোদের গরব, মোদের আশা
আমরি বাংলা ভাষা " এ আমাদের অহংকার।
অন্তরেও কি তাই বাজে?


চ্যালেন আই, টোয়েন্টি ফোর, এটিএন
মিনিষ্টার, প্রাইম মিনিষ্টার, পার্লামেন্ট,
ডেমোক্রেসি, বুরোক্রেট, থ্রি-জি,ফোর-জি....
এভাবেই চলছে বিদেশী ভাষার চর্চা। চলছেই....
ইংরেজী ভাষার আধিপত্য।হিন্দী ভাষার আগ্রাসনও থেমে নেই।
তবুও বলছি, শুধুই একটি মাসেই অনর্গল
বলতে থাকি.....
সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চাই।
আদৌ কী চাই....?


২০/০২/২০১৮