অদ্ভুত এক জাদুদণ্ডে ঈশ্বরপুত্র হিসেবে
আর্বিভূত রাজপুরুষ। নতজানু আত্মগ্লানিতে-
আমার সমস্ত দরজা নিরুত্তর, ঈষৎ বিব্রত
তদ্রূপ চতুর্দশী চাঁদটাও আজ ভীষণ ম্লান,
মনে হচ্ছে আগুনের গোলায় রোদ পোহাচ্ছে!


আমিও প্রায়শ; বিষঘুমে নিমজ্জিত হতে থাকি
কেননা এই শহরের মত্ত লালসায় কিংবা
নিষ্ঠুর অসংগতিতে প্রতিনিয়ত
বিলীন হতে থাকে মাতৃজঠরের পবিত্রতা।
বাতাসে উৎক্ষিপ্ত সমুদ্রের ঝড়ের মতো
কবিরাও আজ পলায়নপর!