পুতুলরে একি জড়ালি গায়ে,
হালকা ফিনফিনে শাড়ী!
পুতুলরে আটপৌড়ে কেন পড়িস না?
বাংলার শাশ্বত রমণীরা
আদৌ সূতি, জামদানী, তাঁতের শাড়ীতেই
প্রতিনিধিত্ব করছে যে।
ও পুতুল তোর গায়ে
এ শাড়ী যে বড়ই বেমানান!
তোর হাতে এ কিসের বোতল? শ্যাম্পেন;
ছি: ওটা খাস না.....
ঔটা বিদেশী সংস্কৃতি!
আমাদের যে মিঠা পানির অজস্র স্রোত বহমান।
পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, কর্ণফূলী...
ফুঁসে আছে ধরণীর রূপায়নে!
ও পুতুল আয় ফিরে আয়...
ভাটিয়ালি, ভাওয়ায়ার সুরে....
অক্রেষ্ট্রা আমাদের বাদ্য নয়
বাঁশির সুরে ফিরে আয়।