ইতিহাস ভুল করেও ইতিহাসের জন্ম দেয়,
গঙ্গার জলে স্নান করেও যে
শুদ্ধতার পোশাকে আবৃত করা যায়না নিজেকে।
শুদ্ধ-অশুদ্ধতায় ইতিহাসও ভাঁজা হয় পাঁচপোড়নে,
মজা-মাজায় শুষে নিন-আহা! আমিও যে ইতিহাস!
মুক্তিযোদ্ধাও রাজাকার, রাজাকারও মুক্তিযোদ্ধা!
পাগলা-হেসে উঠে, খিলখিল করে!
ইতিহাসও যে গোঁজামিলের গাঁজা!