একদা পল্টনের আওয়াজে উদ্বেলিত হতাম
মৌচাক কিংবা লালবাগের সংঘাতেও খুঁজেছি পরিবর্তন।
রাজধানী থেকে সর্বত্রগামী গণজোয়ার, তুমুল
উত্তাল!
শরীরে মেখে নিতাম চেতনা, ক্রমাগত গণতন্ত্রের অভিযাত্রা!
এবার বুঝি উপদ্রুত উপকূলে জেগে থাকা মানুষের ভাগ্য পরিবর্তিত হবে!
এখনও আমি সেই গণতন্ত্রের কথা বলছি!