কালের চাকা ঘুরছে, আমিও ঘুরছি,
নিরবধি এগিয়ে যাচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ!
কংক্রিট আস্তরণ, স্যাটেলাইট বিশ্বায়ন
কিংবা নগ্নতাও ঘুরছে!
পশ্চিম থেকে ক্রমশ; পূর্ব দিকে
বয়ে যাচ্ছে লু-হাওয়া!
শরীরের মাংশপিণ্ড ভেদ করে
ঢুকে যাচ্ছে কার্বাইড জাতীয় কিছু।
আমি হয়তো মানুষ নয়, অন্যকিছু!
নীলাভ এই শহরে-
গ্রহান্তরের রশ্মি ভেদ করে
কিছু কিছু অনু-পরমানু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে!
ধর্ম নেই,কানুন নেই, সভ্যভুক্তিও নেই যেনো!
এই শহরের প্রতিটি মানুষ
আজ খুব অপরিচিত ঠেকছে।
হয়তোবা উল্টোরথে হেঁটে যাচ্ছি, গন্তব্যহীন!