ছোট বেলায় খুব করে হিমু হতে চেয়েছিলাম
ইচ্ছে হতো পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পড়ে
ঘুরে বেড়ায়...
মাঝের কিছুটা সময় ইচ্ছেটা মরে গেলেও
অনেকটা সময়ের পর আজ পুনরায়
সেই একই রকম ইচ্ছাগুলো জাগ্রত হচ্ছে।


প্রলেস্তারা ঘষা
ক্ষতবিক্ষত জীবনের প্রান্তসীমায় দাঁড়িয়ে
অনুভুতি গুলো আজ একদম অন্যরকম।


বৃষ্টিতে ভিজবো,
একজন রূপা আমার পাশে থেকে নিজেকে ভেজাবে,
ভালবাসতে চাইবে, খুব করে চাইবে একটি চুমুসেঁটে দিতে!
কিংবা আমার পকেটে কোনো টাকা নেই
অথচ খুব ইচ্ছা করবে টংয়ের দোকানে
এককাপ রং চা খেতে,
আশ্চর্য্যরকম ভাবে রূপা কিংবা
ভাগ্যে দেবতা এসে ইচ্ছেটা মিলিয়ে দেবে!