ঘটনাটি বৃটিশদের সময়কার নীলকুঠি,
নীলচাষের ইতিহাস
আমরা পেলাম নীলুফামারী, সুন্দর একটি নাম।
রক্তের দাগ,চোখের পানি-ইতোবৃত্ত হিসেবের খাতা!
ক্রমেই ইতিহাসের চাকা ঘুরতে থাকে-
ভিন্ন ভিন্ন নীলকুঠি জেগে উঠে আমাদের মজ্জায়।
রাজঙ্গিনি রাজবজরা বাজায়-হুইসেল বেজে উঠে!
আমরা দৌড়াতে দৌড়াতে কখনো কখনো
হোঁচট খাই, খাইতে থাকি।