শব্দপুঞ্জে তোমাকে গেঁথে নিই পিঞ্জরে,
রক্ত অনুরাগে-
এঁকে যায় তোমার নিখুঁত ছবি।


তুমি-আমার তৃষ্ণার্ত প্রেমিকা,
বাসনার শীৎকার!
মৃত বুকে জেগে উঠা প্রাচীন গোধূলি রঙ
যেমনটি অর্ধডোবা সূর্যাস্তের বিকেল।


মাঝেমধ্যে শব্দ পতনের ধ্বণিও শুনতে পাই
তখন তোমার মুখটি হয়ে উঠে
কাদামাটি মিশ্রিত অবয়ব,
হলুদ চোখে দেখি বিবর্ণ কোরাসে
উড়ে যাওয়া গাঙচিল।


হয়তোবা আমি এক মাতাল পুরুষ,
ভোদকার জলে ডুবে গিয়েও তোমাকে খুঁজি।