জর্জ দ্য ফিফথ ও রাণী ভিক্টোরিয়ার ছবি দুটি দেয়ালে বেশ সজাগ
খান বাহাদুর সাহেবের উত্তরাধিকারগণের ঠাঁটভাট এর উৎসও বলা চলে!
যদিও ৭২ বছর আগেই বৃটিশ উপনিবেশিকতাবাদ এর বিলুপ্ত হয়েছে!
চিন্তায়-মননে আদৌ কি হয়েছে?


এইতো সেদিন....
মারকুইস ষ্ট্রিট, কলিন ষ্ট্রিট, ১০ নং সৈয়দ ইসমেইল লেন কিংবা
ভিক্টোরিয়া পার্ক দিয়ে হেঁটে যেতে যেতেই চোখে পড়লো
পিতলে বাঁধা উজ্জ্বল সে ছবি, সে মুখ।
খান বাহাদুরের বৈঠকখানায় যে ছবিগুলো সাঁটানো দেখেছি পূর্ব বাংলায়-
আশ্চর্য রকম ব্যঞ্জনায় কলকাতা হয়ে উঠলো বাংলাদেশেরই প্রতিচ্ছবি।


তবে কি দুই বাংলার সংস্কতি এক ও অভিন্ন?
হোক- আপত্তি নেই।


(রচনাকাল সেপ্টেম্বর-২০১৯)