যান্ত্রিকতা থেমে গেছে লোকালয়ে
দূরে কোথাও ক্ষুধার্ত শেয়াল ডেকে চলেছে অনবরত
আকাশের তারাগুলোও অনেকটা মিয়ম্রাণ
চার দেয়ালের ভেতরে আরেকটি চার দেয়ালে
সুর তুলেছে প্রকৃতির বিনা, কবিতার শব্দাবলী
নতুন প্রাণের সৃষ্টিতে বাজে যৌবন ডঙ্কা।