কারো কারো ভেতরের রঙ নীল হয়ে থাকে,
কিংবা তাঁদের চোখ দেখছে পূর্ণচাঁদ লগ্ন!
তাঁদের ঠোঁট, স্তন থেকে নাভি ক্রমশ;
নিন্মমূলে ভর করছে আকাঙ্খা!
শত সহস্র ভ্রুণ মরে গেলেও জেগে ওঠে উন্মাদনা!


অথচ আমার ভেতরটা আজ ধূসর মরুভূমি
চুরমার হয়ে যাওয়া মাটির পাত্রের মতোই অর্থহীন,
এই যেনো এক বিবর্ণ আকাশ কিংবা খড়তাপহীন সূর্য!
খাদের পর খাদ পেরিয়েও অনর্গল দুঃখ আসে!
বৃষ্টিহীন দিন, চুম্বনহীন অন্ধকার রাত!


সুচেতনা- যদি একটিবার ফিরে এসো-
আমার ভেতরেও জেগে উঠবে একরাশ নীল।