শীতের শেষলগ্ন, কুয়াশার চাদর অনেকটাই সরে গেছে
কুমারীর স্তনোস্ফীত বুকে জমে থাকা অজস্র দ্বিধা, যন্ত্রণা
খড়কুটো রোদ্দুরে শ্রাদ্ধ হতে থাকে।
যেমনটি কমরেডদের আদর্শের খসড়া লুটে গেছে
উত্তুঙ্গ যুদ্ধযাত্রার তুমুল অসুখ, বিসুখে।


জন্মদগ্ধ ক্ষত নিয়ে আমরাও বেঁচে আছি
ভাত, রুটির সাথে একপ্রকার মিস্রিত তোয়াজ নীতির সারগামে ....
ধুন্ধুমার বোমাকেও মাঝেমধ্যে প্রেমিকার স্তন ভেবে লেহনে মেতে উঠি।