স্মৃতিগুলো কেবলি ধেইধেই করে লাফাচ্ছে
কৌশোরের একটি চেনামুখ কেবলি বুকের
জমিনে ছবি এঁকে চলেছে।
বেয়াড়া শব্দগুলো তবুও হয়ে উঠেনা প্রেম কিংবা কবিতা।
খোলা প্রান্তরে ঘুরি, ঝিরঝিরে বাতাসের হলকা গায়ে মাখি
লম্বা লম্বা টান দেয়, ধোঁয়া উড়িয়ে দিই...
শব্দের পিঠে শব্দ জুড়ে নিজেকে আবিস্কার করি গোরস্থানের খুব কাছে!
আমাকে ডাকে কাদামাটি, ডাকে নির্জনতা।