কালো চশমায় মুখ ঢেকে গেলেও
নিলর্জ্জ চোখের বিচ্যুতি ধরা পড়বেই
খারাপ চাষাবাদে নষ্ট ফসল-ই ফলে!
পোড়া সময়ের দগ্ধ উঠানে দাঁড়িয়ে-
দেখো তোমার মুখ!
ফ্যাকাসে হলুদ কিংবা কালো।
পথ হয়ে যায় ক্রমশ; আলোহীন,
পথিক-হেঁটে যাও,
দেখো কিলবিল করে হাঁটছে গিরগিটি।
সাদৃশ্যকরণে ভোগবাদীর দল!