অদূরে মঞ্চ, মাননীয় আসবেন, ইত্যবসরে সাঙ্গপাঙ্গদের মধ্যেও একধরণের উত্তেজনা ও জটিলতা লক্ষ্যনীয়!


কিছুক্ষণ ঝরে পড়লো পুষ্পবৃষ্টি, ভুরিভুরি প্রশংসা
এবং অবয়বহীন উল্লাসে প্রলন্বিত কিছু সময়!


যথারীতি মাননীয় আসলেন, সাড়ম্বরে ঘোষণা করলেন খেলা হবে, খেলা হবেই, উল্লাসিত জনতার একাংশ।


এরমধ্যে রক্তাক্ত হাড় নিয়ে প্রবেশ করলেন কতিপয় আম জনতা!


মাননীয় বলবেন কি রক্তের মূল্য কিংবা মাংশবিহীন হাড়ের মূল্য কত?


সন্মুখে একটি দেয়াল, চারপাশে ভীষণ অন্ধকার, বিস্তৃত পাপের রাজত্ব, ভেসে আসছে শকুনির রক্তের ভ্যাপসা গন্ধ!