বারুদের গন্ধ ধেয়ে আসে
তিতকুটে এবং ঝাঁজালো
সিংহ ও বারুদের উদ্ভট সমীকরণও চলছে!
ঘেউঘেউ কুৎসিত শব্দগুলো
তখনো লাফাচ্ছে অনর্গল,
পণ্ডিত শ্রেণীর সুরুত প্রকাশিত হচ্ছে,
দর হাঁকছে, দর বাড়ছে।


অচেনা,অজানা মানুষের জীবনের মূল্যটুকু
অপস্রোতে ভেসে যায়,
কেননা-
মোড়ল-যুদ্ধবাজদের মুখের অট্টহাসি
খেয়েখেয়ে আমরা ঘুমিয়ে পড়ি!
কেউকেউ হয়তোবা-চিরকালীন ঘুমিয়ে যায়!


কি আশ্চর্য!
আমরা একযুগে সকলেই অভিন্ন সুরে-
সাম্যের কথা বলি!