অনেক দিনের পুরনো চশমাটা কিছুটা ঝাপসা হয়ে এসেছে
পাওয়ার বদল করবো করবো করেও করা হয়ে উঠেনি,
এই যে আমার বড্ড অবহেলা!
আজকাল তোমাকেও স্পষ্ট দেখতে পাইনা।
চিরচেনা রূপালী মুখখানি ক্ষানিকটা বাদামী-ই মনে হয় !
তোমার পবিত্র ত্বকেও কিছুটা লেগে আছে ছদ্মবেশী আঁচড়ের দাগ!
তবুও তুমি-ই আমার কবিতার শ্রেষ্ঠ উপমা,
তোমার স্তন জঙ্ঘায় আজও আমার শব্দরা খেলা করে।


এসো,
একটা একটা করে বোতাম খুলে যাক,
শরীরখানা চুষতে থাকুক কিছুটা অন্ধকার!