মেঠোপথের সুতীব্র আকাঙ্ক্ষা, দীঘিরজলে ছায়ামেঘ
যেখানে ফেলে এসেছি আবাল্য সরলীকরণ পথরেখা,
যতবার সামনে হাঁটি কিছুটা পেছনে ফিরে যায়!


যে মেয়েটি চোখ ঠাওরাতো সে হয়তো বুঝতো বুকের কম্পনটুকুই
এরবেশী কিছু বুঝা কিংবা দখলবাজী সত্ত্বা হয়তোবা ছিলনা কখনোই
নদীর প্রবাহবেগ ডাকতো কাছে আয়, আয় কাছে, আরো কাছে আয়!
হাওয়ার বানে ভাসতাম, নদীর কিনারায় পাখিগুলো উড়ে যেতো...দূরে,বহুদূরে।
খিস্তিখেউর, চোলাই, কবিতার হাত, পা, মাথা........
জানি ডাংগুলি কিংবা সাতচাড়ায় কোনো রূপান্তরবাদ ছিলনা.....