এখানে এখন কবির চোখ অস্পষ্ট
এখনে এখন থমকে গেছে তারুণ্য,
রূপালী আলোর আভা!


এখানে এখন জন্ম-মৃত্যুর ছায়াপথে হাঁটছে-
কতিপয় সংশয়বাদীগণ,
অলক্ষণে টোকা দিতে থাকে
টেলিপ্রিন্টারের শব্দ!
রক্তিম সূর্যটা হয়ে উঠে বিবর্ণ হলুদ!