সুপ্রাচীন বৃক্ষরাজীর মত তোমার গ্রীবা,
বুকের ঝোপঝাড়ে রহস্যময় ধ্বণি!
উদ্বাস্তু জীবনে-এই যেনো নক্ষত্রের আলো।  


মাঝেমধ্যে ঢাল ভেঙে যায়
যেমনটি নদী ভাঙে উজানে!


তখন-তুমি হয়ে উঠো শ্রাবণের বেনোজল
কোমল স্পর্শে-পুনরায় জেগে উঠি আমি।