ধ্রুপদী সুর তুলে হেলে দুলে আসলো কঙ্কাবতী
পিকাসো কিংবা ভ্যানঘগদের নিপুণ শিল্পকর্ম
কঙ্কাবতীর সন্ধান পায়নি, নিশ্চিত করে বলা যায়।
রবী শংকর হয়তো চিনেছে তাঁকে, ছুঁতে পারেনি।
কঙ্কাবতীর লালশাড়ী, নীলটিপ, সুরমাটানা আঁখি দুটি
এক টুকরো চাঁদ মুখ, ঠোঁটের কোনে হৃদয় হরণ!
সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যাহীন মনস্তত্ত্ব! কঙ্কাবতী সঙ্গোপনে আসে।