এই পথেই গড়িয়ে যায় অবহেলিত রক্তের স্রোত
এখানে অবলীলায় হিংসুটে আত্মা ঘুরে বেড়ায়!
এই মাটি আজ বিষাক্ত,
ড্রামে ড্রামে নির্গত হয় দুর্গন্ধজাত শকুনের বীর্য,
স্বদেশের জঠরভেদ করে বেড়ে উঠে অজস্র অজাত, কুজাত।


দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সর্বত্র!
পুজারীগণ এসে হাজির হন-ওদের জিহবায় লালা!
নিলামে উঠে মসনদের চেয়ার,
সেখান থেকেও উঠে আসে কতিপয় অজগর সাপ।