মৃত্তিকারূপ মাধুবীর বক্ষভেদ করা
ভালবাসায় শকুনের দৃষ্টিপাত...
মাধুবীর নির্লিপ্ত চাহনীর সে ভাষা
এখনো গবেষনালব্ধ!
স্পর্শতার ঘ্রাণ, বাদামী শরীরি স্বাদ
সবকিছুই হিংস্রতার নখরে, নোনতা অনূভবে
লুপ্ত হতে থাকে।
লুটেরার দল কেঁড়ে নেয় মাধুবীর ভালবাসা!
আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে..
বিন্দু বিন্দু ঝরে যাবে মাধুবী।
স্বপ্নের দরজায় কড়া নাড়তে থাকে পুঁজি
দাসত্বের হাটে বিক্রি হয় ভালবাসাটুকু!