তোমার চুল জুড়ে হাওয়ারা ব্যাকুল হয়
শিয়রে বকুল ফুলের গন্ধ,
আমি তখন মাতাল পুরুষ!


কুমারী প্রতিবিম্বে কাতর হই-
কামসমাপনে, পাপবোধে কিংবা পিপাসায়
দেহ থেকে মন-উন্মীলিত মুহূর্তে


বুকের ভেতর বুক চেপে-চুম্বনে নিমগ্নতায়
লণ্ডভণ্ড করে রাত আসে, খুলে যায় সায়ার গিঁট,
লো কাট ব্লাউজ, অন্তর্বাস, জিপার....


অতপর;
অসহিষ্ণু বাসনায় জলের ভেতর জল,
নীল তরঙ্গে ভেসে যায় কুমারীর পবিত্রতা!