আমার হৃদপিণ্ড জুড়ে মাটি ও শব্দের বেদনা,
প্রাচীন গুহা থেকে আধুনিক কালের বিবর্তন প্রসূত
বহুজাতিক গর্ভসঞ্চার কিংবা রক্তের সিঁড়ি বেয়ে
অবিশ্বাস্য রকম যাত্রিক যজ্ঞতা-শব্দের বিবিধ কোলাহল!
অলক্ষ্যে কখন যে শুশ্রূষাহীন যৌবন পেরিয়ে গেছি!
মাটির নিকটে কিংবা আরো গভীর থেকে
অদৃশ্যের বিবরণ পাঠ করতে গিয়ে দেখি বিশাল শূন্যতা!
অনিয়ন্ত্রিত রক্তবীজ, ক্রোধ ও কান্নার প্রতিধ্বনি!