ক্ষণকালের ইশারায়
দিকবিদিক ছুটছে মানুষ।
সময়ের ঘড়ি পেরিয়ে গেলেও  
মানুষের এই যাত্রা অনির্দিষ্ট..
এই তল্লাটে-
কেউকেউ পুতুল, কেউবা প্রভু।


আমাদের পৃথিবীর মাননীয় প্রভুগণ-
হয়তোবা ভুলে গেছেন
খাঁচার পাখি-
একদিন উড়ে যাবে,যাবেই।
মাটির দেহ পুনরায় মাটিতে যাবে মিশে!


যতই তোমরা করছ পুঁজির দর কষাকষি....
তীব্র রক্তনিনাদ....!
একদিন তো
চিরস্থায়ী মাটির বিছানায় যেতে হবে,
সেখানে হিমশীতল অনুভবে
কিংবা
শান্তির পরশে
পারবে কি ঘুমুতে?