আকাশে রংধন-উত্তর প্রান্তে ছায়াবীথি
অথচ তুমি শান্ত, স্থির, আনমনা একাকী!
তোমার চোখের ভাষায় মহাকাব্যের বিস্তৃতি
অধুরে উত্তোলিত সাগর, দিগম্বর হচ্ছে হৃদয়
আর সমানে রক্ত ঝড়ে পড়ে।
এবং একটি পরিপূর্ণ সত্তা ক্রমস; বিলীয়মান
মহাকাব্যের শেষ পৃষ্ঠায় ভগবান অদ্ভুত রকম নিষ্ঠুর।