অন্ধকার থেকে মুক্তির জন্ম কবচ নিয়েও
ওদের নখরের চিহ্ন বয়ে বেড়াচ্ছে পবিত্র সত্তা!


আজ আমি শেয়ালের রূপ পরখ করে দেখছি
আমার চারপাশে ঠিক কতজন শেয়াল আছে!
শেয়ালের প্রশ্রাবের মতোই ওদের গায়ের গন্ধটাও!


পরক্ষণে দেখছি-
প্রমত্ত পদ্মায় আবারও জেগে উঠছে তরঙ্গ
দিগন্তে দাঁড়িয়ে আছে রক্তিম সূর্য!
আমি বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়ে শত সহস্র স্তব্ধতায় অনুরণিত হই।


আজ যদি শব্দের মৃত্যু নাহয় আবারও
সাড়ম্বরে জেগে উঠবে মহাপুরুষের তর্জনী।