খাঁ খাঁ রোদ্দুরে দাঁড়িয়ে আমার মস্তিষ্কের উপবনে খেলা করছে সন্মুখের মানুষজন, সেইসাথে মনে হলো আমি আকাশ ও মাটির তরজুমা পাঠ করছি।


শুদ্ধাচারী এবং অশুভংকর কিছু ঘটে চলেছে, হয়তোবা লৌকিক কিংবা পারলৌকিক বিশ্বাস থেকে বিবাগী পর্যটকের মতো রঙ-বেরঙের স্রোত মিশে গেছে আমার শরীরে এবং মনের গহব্বরে।


প্রতিক্রিয়ায় বিষাক্ত রাজপুরুষ কিম্বা অন্ধকার রাজপথ থেকে ক্রমশ হেঁটে যায় নদী মাতৃক্রোড়ে
যেখানে আমি আজন্ম তৃষাতুর! আমাকে বধ করবে কোনো এক মানবী যার হৃদয় বাঁশঝাড়ে দাঁড়িয়ে ব্যাকুল হয়!