এখানে এখন বৃক্ষ ও মানুষের মাঝে ভৌতিক দেয়াল,
কুয়াশা ও পথের সঙ্গমে লুকায়িত বিষের ছুরি,
নিরালম্ব আত্মার গহব্বরে আঁচড়ে পড়ে অতৃপ্ত বাসনা!
পাহাড় ও সমুদ্রের ছবি ক্রমশ অস্পষ্ট
বৃষ্টিহীন চুম্বন-
প্রেম কিংবা শরীরিভূত অস্তিত্বে ছদ্মবেশী অবহেলা,
শেয়ালের নেকলেস পড়ে আছে উদ্যত হন্তারক!


দরোজায় স্পষ্টত কড়া নাড়ছে শূন্যতা!
মৃত চোখ, কপালজুড়ে চির মুক্তির ছায়াপথ!