কংক্রীট এবং সবুজ পৃথিবীর সংঘর্ষ অবিরাম
কিম্ভূতকার মনস্ততত্ত্বের বালখিল্যতা এবং
কতিপয় বাজপাখির আগ্রাসনে..
মৃত্তিকা-তুমি কি পরাজয় মেনে নিয়েছ?
তোমার মাথার উপর মস্তবড় আকাশ
মহাকাশও প্রতিনিয়ত; সাংঘর্ষিক
উত্তর আধুনিক তত্ত্বে-যাদুবাস্তবতার আস্তরণে
কার্লমাক্স-তোমাকে কি পরামর্শ দেবে?
রবী কিংবা শরৎ বাবুও যে ওপারে ঘুমিয়ে আছে!
তোমার চোখে জলবিন্দু!
মৃত্তিকা-তোমার সে ডিঙ্গি নৌকা
সমুদ্রের স্রোতে হারিয়ে গেছে,
আব্দুল্লাহ মাঝির সে সুর আর নেই,
তোমার চোখের জলের কি মূল্য?
একজন কিংবা দু-জন অথবা দশজন অরুদ্ধুতি
এখনো হয়তো আছে পৃথিবীতে।
তাই বলছি-চোখের জল মুছে ফেলো
হাতে হাত রেখে বলো ভালবাসি।