মৃত্তিকা-তোমার আঁখিকোণে জেগেছিলো কী যৌবন?
তোমার সুতীক্ষ্ণ দৃষ্টিবান যেনো কালবৈশাখী ঝড়,
এইমাত্র শুনতে পেলাম রাজন্যবর্গের পতন! কবির মৃত্যু!


মনোজগতে শুধুই তোমার দুটি চোখ, স্নিগ্ধ মুখশ্রী!
ত্রিশোর্ধ এক যুবক কী হেরে যাবে নিদারুণ অবহেলায়?