এখন আর লালরঙের মশালে উত্তেজনা নেই, শুধুই ছাইভষ্ম!
ঘুমপাড়ানি মাসিপিসির গল্প নেই, আকাশের চাঁদটাও যেনো নিতান্তই ভাঁটফুল!


ক্রমেই ধূসর হচ্ছে পৃথিবীর বস্তুপিণ্ড, যেনোবা ভ্যানগগের অচৈতন্য হাত!
হরহামেশায় চিৎকার করছে-প্রাচীন গুহার সমগ্র চিত্রলিপি,
বৈকালিক লগ্নভেদ করে-সন্মুখে ঘুরে বেড়ায় মৃত্যুছায়া।