আব্বা, আব্বা আমাকে বাঁচান, বাঁচতে পারেনা রাসেল!
ওরা হাসে, হাসতে হাসতে মারে, ওদের বাঙ্কারে মৃত্যু উল্লাস!
এই মর্ত্যধামে ওরা ভয়ঙ্কর লক্ষ্যভেদী, ওদের প্রেতদেহে রক্তক্ষুধা,
চুরির মতো জিভ দিয়ে চুষতে থাকে রাজনৈতিক মঞ্চ
অন্যত্র আমরা ভাগাড়ের হাড়মুন্ডে বসে করতে থাকি স্বরাজ বন্দনা!
ছাপোষা কবির যন্ত্রণা হাড়ভাঙ্গা ওভারটাইমের মতোই
দু-পয়সায় বিকিয়ে যায় কিংবা মৃত্যুর পাশে দাঁড়িয়ে
দৃশ্য কুড়ানো ছাড়া আর কিছুই করার নেই।


(দ্র: কেরানীগঞ্জে রাব্বী বাহিনী কর্তৃক রাসেল হত্যা এই কবিতার উপজীব্য)