ভেজা দুপুর, বিষন্নতায় ডুবি গেছি
দেশলাইটা হাতে নিয়েও
একযুগ আগে বর্জন করা সিগেরেটের
নেশাটাকে পুনরায় জাগাতে দেইনি!


অর্ধসত্য আমার চোখ-
তরবারী রাঙা রঙ দেখে কেঁপে উঠি
কিছুটা পথ মৃত্যুর দিকে হেঁটে গিয়ে-
পুনরায় ফিরে এসে দেখি আকাশ স্তব্ধ!
আধেক স্তব্ধতা বুকে-মনে বাদামি অসুখ!


আত্বহননের পীঠে-বারংবার ভেসে উঠে
সিলভিয়া প্লাথের চোখ এবং শব্দগাঁথা!


মৃত্তিকার ঠোঁট, ক্ষুধা এবং মৃত্যু
সবটায় যেনো সমার্থক,
সবুজ বেষ্টনী জুড়ে বিরাজ করছে অদ্ভুত শোকের আবহ!