যে দিয়েছে জীবন চলার গতিপথ
তাঁকেই চিনলে না জীবনভর।
মনোহারি জীবনকাল, সুখবিলাসী!
টাকার গরম, টাকার কুমির, আস্তরণে আত্মবৎ।
রূপালী থালায় রূপের ঝিলিক
তাই দেখে হয়ো না বিলীন।
মায়াবী এই দুনিয়ায় থাকবে না কেউ চিরকাল,
সময় থাকতে করো সাধন,
তাতেই মিলবে মুক্তির পথ।