আজকাল নিরাপদ দূরত্ব শব্দটি বেশ সোচ্চার
শব্দটির ব্যাপকতাও প্রশ্নাতীত,
শুনছি- নিরাপদ দূরত্ব এবং নিরাপত্তা অনেকটায় সমার্থক শব্দেই রূপ নিয়েছে।
আমাদের কতটুকু নিরাপদ দূরত্ব প্রয়োজন?
প্রেমিকার চুম্বন
কিংবা কারখানার তালা থেকেও?
নিরাপদ দূরত্বে থেকে-
দাঁড় কাকের ডাক থেমে গেলেও
তুমুল কোনো গৃহযুদ্ধ কী থেমে যেতে পারে?
আলখাল্লার ভেতর থেকে জেগে উঠা ছুরি
কিংবা পিস্তল সদৃশ বস্তু বিশেষ?
নিরাপদ দূরত্ব বিবেচনায় থেমে যাবে কী
লাসভেগাস কিংবা টানবাজারের উৎসব?
সমান্তরলাল রেখা থেকে ভোগবাদীর দূরত্ব কতটুকু জানিনা!
শুধু এইটুকুই চাই-ব্রেজনেভ কিংবা কিসিঞ্জারদের ফাইলপত্তর ছাই ভস্ম হোক নিরাপদ দূরত্বে থেকেই!