নির্জন অলিন্দে তোমার মুখোমুখি হওয়ার
উন্মত্ত অস্থিরতা, মনস্তাপ! হয়তোবা
ঈশ্বর-ই একমাত্র জানে এটি কতটুকু অবিশ্বাস্য!


শর্ষে হলুদ মাঠ কিংবা বসন্ত ভোরের বিছানায়,
অবিকল তোমার মুখ আমার বুকে
কবিতা হয়ে জন্ম নেয়!


বাতাসের স্বরলিপি, হৃদয় উদ্ভাসে, আরো বহুদূর সমারোহে নিঃশব্দ অলৌকিকতায়
আমরা দুজন হেঁটে যায় অপার্থিব তীব্রতায়!


শুভ্র ব্রেসিয়ারে ঔদ্ধত স্তনবৃন্ত ঢেকে দিলেও সুক্ষ্ম অনুভূতিগুলো কি ঢাকা যায়?
তেমনি বিস্ফোরিত হৃদয়ে, অনুভূতির চুড়ায়
নিশ্বাসের আত্মায় তুমি-আমি জেগে উঠি...


কখনো কখনো আদিম নেশায় বুঁদ হতে গিয়ে
তুমি হয়ে উঠো অচেনা সাপ...
আমি তখন দারু-টোনায় তোমার মধ্যে জাগিয়ে তুলি
দুটো চঞ্চল চোখ, রৌদ্রছায়া, জলপ্রপাত!