প্রিয় নদীর মৃত্যুর পর রাত্রি যেনো এক মৃত পাহাড়
রমনীর বুকেও আজ নিরেট স্তব্ধতা-স্তনদ্বয়ে নিরবতা!
দালানের চুড়ায় চুড়ায় হাঁটতে গিয়ে দেখি-
নক্ষত্রের বুকে সেঁটে আছে কফিনের পেরেক!


শূন্য ক্যানভাস,লুট হয়ে গেছে আমার বিন্নি ধানের খই!
মধ্যরাত অব্দি নেড়ী কুকুরের মতো ঘেউঘেউ করে চলেছে
আন্ধারে জেগে উঠা উপকূলীয় শব্দ,
বিষন্ন কবি-খুঁজে নেয় নিষিদ্ধ অলিগলি।