নব্য ভূস্বামীর সম্মিলিত কোরাসে
বহুবার মরে গেছে আমাদের অজস্র স্বপ্ন!
স্নায়ু টানটান করে বেঁধে নিয়েছি তথাপি
চক্রাকারে বয়ে চলে অভিশাপ......
বৃত্তের ভেতরে খড়কুটোর মতো ভেসে বেড়ানো,
এইতো আমাদের জীবন!


বোবামুখে হা-হুতাশ করি, দৃষ্টিরেখা ক্ষয়ে যায়,
আজকাল কেউকেউ জাগরণ শব্দটিকেও
বড়জোর সানি লিওনের স্তন ভেবে পুলকিত হয়!
প্রগতির পিঠে প্রহসনের ছুরি,
জলবায়ু, বৈশ্বিক সংকট এইসব তো
ওদের নান্দনিক অস্ত্র, ভিক্ষামাগে উদরপুর্তি করে।


আমরা ইঁদুরের লাহান লাফাতে থাকি
চৈতন্যের হাহাকার ঠেলে দিই গঙ্গার জলে!