নিসর্গের ভাবালুতা আমাকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে।
শব্দের সাথে চেতনা প্রবাহ এবং মগ্নতায় স্নান করি।
লাল-সবুজ বুকে নিয়ে চুপিচুপি ওরা আসে,
বীর সেনানী।
পাখিরা গান গায়, উড়ে উড়ে ভেসে ভেড়ায়,
হুমায়ুন আসে...নীলাবতী আসে, রাক্ষস, খোক্ষসরাও আসে
আমি শব্দ খুঁজি, শব্দ কুড়াই,
নৈশব্দের সাথে সংগমে জড়িয়ে যাই!