সীতা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি একা
এবং স্বপ্নের ঘোরলাগা কুয়াশা সকালে
কিছু কিছু যান্ত্রিক শব্দের মাঝেও স্পষ্টত:
তোমার মুখাবয়ব এক সুশ্রী কাশফুল
আলতো এবং তুলতুলে।
এখনো বুকে হিমালয় কম্পন, চোখে রূপসী গ্রাম।
দুই হাত চুঁয়ে দিই-
ছায়া হয়ে আবার কোথায় যেন মিলিয়ে যাও.....!
মনে কি পড়ে-
চবি ক্যাম্পাস, জারুলতলা, রানুকা
কিংবা শাটলট্রেন।
অঞ্জন দত্ত-
তোমার আমার কণ্ঠ কি দারুন মিলিয়ে দেয়
"ভাল- ভাল- ভাল- ভালবাসি তোমায়"
একযুগ প্রায়- সেই যে চলে যাওয়া, নীল শাড়ী,
নীল টিপ, রেশমী চুড়ির ঝংকার এবং
আমার কন্ঠে জীবনান্দের-
" সুরঞ্জনা ঐখানে যেয়েনাকো তুমি"
কী আশ্চর্য! সত্যি চলে গেলে.....
আর আমি সীতা পাহাড়ের নিচে এখনো
তোমার প্রার্থনায়রত।