আমরা যুগ যুগ ধরে হাঁটু গেঁড়ে বসে থাকি
আমরা হয়তোবা অর্বাচীন বালক কিংবা ক্রীতদাস
আমাদের হাতে নেই গোলাপ, কোনরূপ মন্ত্রধ্বনি
বেশ্যাপাড়ায়ও আমাদের তেমন কোন সংযোগ নেই,
কেননা আমরা নিতান্তই গোবেচারা, হাবাগোবা!


অলাতচক্রে এদিক- ওদিক ঘুরিফিরি,
আমাদের চোখ-মুখ নিন্মমূখী, কপর্দকহীন!
উন্মাদনাকে ঘাইহরিনীর মতো ভীষণ ভালবাসি
আমাদের বেঁচে থাকা নষ্টদের ইচ্ছের অধীন!