ভূপৃষ্ঠে উত্তাপ ছড়িয়ে দিয়েছে তেজীসূর্য
প্রাত্যহিক রুটিন মাফিক ছুটছে কর্মব্যস্ত মানুষ
হরেক রকম মানুষ, শিশু-কিশোর,
যুবক, যুবতীরাও ছুটছে ।
কেউবা ছুটছে নিজেকে বড্ড অবহেলায়, ঠিকানাবিহীন।
আমি মানুষের মুখ দেখি, অবলোকন করি,
কষ্ট দেখি!
সক্রেটিস-কার্লমাক্স পথ দেখায়নি আমাকে,
নিয়তির পরকাষ্ঠায় ডুলেডুলে কিংবা
উদ্ভট কল্পনার রশি বেয়ে ভেতরটাকে
খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছি,
ষ্টেশনে কিংবা ফুটপাতের পথ ধরে যখন 
হাঁটতে থাকি
অবলিলায় হতে চাই একটি শালিক পাখি!
পথে-পান্তরে গুটিশুটি পদভারে কিংবা
গাছ-গাছালির আড়ালেই যদি সুখ খুঁজে পাই...


আউলা-ঝাউলা জীবনের অনেক ইচ্ছে
মরতে মরতে পুনরায় বেঁচে উঠে
এবং বেঁচে থেকেই তো যন্ত্রণায় পিষ্ট হতে থাকি।