ঢুকে যাচ্ছি-অদ্ভূত আঁধার,
কর্দমাক্ত মাটি, পিঁপড়ে সদৃশ পোকাদের বসবাস
আমার চিন্তা ঢুকে যাচ্ছে আরো গভীরে,
কতগুলো দেহবশেষ, হতে পারে তাতারদের
কিংবা আরো পূর্বের কোনো রাজবংশীয়,
পাললিক সংস্কৃতির ছাপ-চিহ্নও দেখা যায়!
চিন্তাগুলো ক্রমশ;
নীল নীল বনভূমি পেরিয়ে যাচ্ছে
নৃপতিগণের চোখ নিন্মমূখী
এবং নৃত্যরত পরীরদল!
পৃথিবীতে পুনঃ প্রস্থান হতেই
আবারো ঢুকে যাচ্ছি শূন্যে, বিশাল শূন্যতায়!