এতটা অন্ধকার চোখ মেলে আগে কখনোই দেখিনি
বিষন্ন হাহাকার, শকুনের বির্ধস্ত চাহনী!
সম্মুখে মৃত-প্রাগৈতিহাসিক এক শহর।
মৃত প্রকৃতির বুকে উৎকট গন্ধ ভাসে,
নীল সরাপে-জমে গেছে হিম পাথরের ছায়া।
এশ্রাজের করুণ সুর-
সীমানা ভেদ করে চলে গেছে আরো দূর।
প্রিয়ার কালো চোখেও নিরাবরণ অন্ধকার!
আকাশ যেনো পুরনো ওলাবিবির রূপ।


(করোনা কালের কবিতা)