চিন্তা এবং চৈতন্য ভর করছে নারকীয় অন্ধকার
অথচ আমাদের মুখে নির্বোধ হাসি!
ক্রোধ কিংবা কান্না কে উর্ধ্বশ্বাসে দূরে সরিয়ে দিই
আমাদের উঠোনটাও আজ বেজায় নিঃসঙ্গ,
চারিদিকে স্তুপীকৃত জঞ্জাল
আমাদের নিত্যকার স্বপ্নময়তা জটিল প্রবাহে আচ্ছন্ন উদ্ভাস নেই, বক্ষদীর্ণ পথচলায় দীর্ঘজীবন অপচয়!
কীর্তিমান নষ্টদের নির্মম প্রেষণে আমরা
কদাচিত প্রতিবাদ করেও থেমে যায়।