প্রতি সন্ধ্যা বেলায়
ঝিঁঝিঁ পোকার কোরাসে বিস্মিত হই
যেমনটি বিস্মিত হই
তোমার চোখেমুখে যখন দেখি প্লাবন!
সঙ্গোপনে নদীরধারে একেলা ,
প্রবল বর্ষায় তুমুল ভিজতে থাকি।
কি আর হবে....
উত্তুঙ্গ চূড়া থেকে ক্রমস নিচে,
আরো গভীরে, যদি ডুবে যাই!