পার্বতীর মুখে ছিলো দ্রুতি , স্তন ছিলো গৌন,
শরৎবাবুর মনন-টাও ছিলো উজ্জ্বল দীপ্তিময়-
সেখানটায় ফুটেছে প্রেম, বিরহ, যাতনা!


আমরা এখন জলার বুকে যৌবন ভাষায়
যৌনতায় পূর্ণকাম, লালসায় কাঁতরায়,
নোরা ফাতেহীর বুকে আগুন খুঁজি, আগুন!


শিল্পহীন-আদিম উল্লাসে ভিজে বুকের চাতাল,
এই যেনো এক অশুচি রক্তের মিশেলে-
বয়ে চলা পক্ষাঘাতগ্রস্ত সময়।